১। বাজার দর তথ্যঃ
* জেলা সদর বাজারের প্রধান প্রধান কৃষিজাত ভোগ্যপণ্যের খুচরা ও পাইকারী দৈনিক বাজারদর।
* জেলায় সরাসরি কৃষক বিক্রিত প্রধান ০২টি বাজারের
কৃষকপ্রাপ্ত ও মৌসমী ফসলের পাক্ষিক বাজারদর।
* জেলা সদর বাজারের প্রধান প্রধান কৃষিজাত পণ্যের সাপ্তাহিক (সপ্তাহান্ত বুধবার) বাজারদর তথ্য।
২। মার্কেট রেগুলেশন সংক্রান্তঃ
* কৃষিপণ্য মার্কেট রেগুলেশন আইনের আওতায় সকল প্রজ্ঞাপিত বাজারের কৃষিপণ্যের বাজার কারবারীদের নুতন লাইসেন্স গ্রহণ ও নবায়ন।
৩। অন্যান্য সেবা সমুহঃ
* জেলার সকল হিমাগারের আলু সংরক্ষণ ও খালাসের তথ্য।
* কৃষি উপকরণ হিসেবে রাসায়নিক সারের জেলা পর্যায়ের চলতি বাজারদর তথ্য।
* সরকারী, বেসরকারী ও স্বায়তশাসিত সংস্থার চাহিদাপত্র অনুযায়ী স্থানীয় চলতি বাজারদর।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS